ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
মোহাম্মদ শফিউল আলম ১৯৫৯ সালে কক্সবাজারে জন্ম নেন।
মোহাম্মদ শফিউল আলম ১৯৭৯ সালে বিএ এবং ১৯৮০ সালে এলএলবি পাস করেন। ১৯৮১ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে এমএস ডিগ্রি লাভ করেন।
মোহাম্মদ শফিউল আলম এর আগে যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ভূমি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তিনি মন্ত্রিপরিষদের বিভাগের সচিবের দায়িত্ব পেলেন।
মোহাম্মদ শফিউল আলম ১৯৮২ সালের বাংলাদেশ সিভিল সার্ভিসের নিয়মিত ব্যাচের একজন সদস্য। সরকারি চাকরিতে বিভিন্ন পদে ৩৩ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
চাকরি জীবনে মাঠ প্রশাসনসহ সব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে মাগুরা এবং ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদে রাজশাহীতে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
শফিউল আলম বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মেম্বার ডিরেক্টর, ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরীক্ষণ, ম্যাজিস্ট্রেসি ও সাধারণ প্রশাসন, বেশ কিছু প্রকাশনা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে দেশে-বিদেশে অংশ নেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগের নতুন এই সচিব মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, থাইল্যান্ড, ইংল্যান্ড, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএমএ/জেডএস/এএসআর