ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এলপিজি টার্মিনাল নির্মাণ

ভারতে প্রস্তাব যাচাই করছে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ভারতে প্রস্তাব যাচাই করছে বাংলাদেশ

ঢাকা: এলপিজি টার্মিনাল নির্মাণ ও এলপিজি ট্রান্সপোর্টেশনে ভারতের প্রস্তাব বাংলাদেশ যাচাই করে দেখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর সমুদ্রবন্দর নির্মাণেও ভারতের আগ্রহকে বাংলাদেশ সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি।


 
রোববার (২৫ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা জানান।
 
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন।
 
ত্রিপুরায় এলপিজি ট্রান্সপোর্টেশন এবং এলপিজি টার্মিনাল (Liquefied Petroleum Gas (LPG) Terminal) নির্মাণের বিষয়ে ভারতীয় তেল কোম্পানি এবং পেট্রোবাংলার মধ্যে চলমান আলোচনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার ভারতের প্রস্তাব যাচাই করে দেখছে।
 
পায়রা গভীর সমুদ্রবন্দর এবং অন্যত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণে ভারতের আগ্রহের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ভারতের আগ্রহকে গুরুত্ব সহকারে দেখছে।
 
পদ্মা নদীতে গঙ্গা ব্যারেজ প্রকল্পের কাজ বাংলাদেশ-ভারত যৌথভাবে করার ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
 
মসৃণভাবে ভারত ও বাংলাদেশ উভয় পাশে চলমান সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় হাইকমিশনের সঙ্গে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।
 
নির্ধারিত সময়ে মধ্যে সীমান্ত চুক্তি বাস্তবায়নের বাকি সব ধাপগুলোও বাস্তবায়ন হবে বলেও দৃঢ় আশা প্রকাশ করেন তিনি।
 
সাবেক ছিটমহলগুলোতে সরকারের পক্ষ থেকে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করার পাশাপাশি তাদের উন্নত নাগরিক সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব কাজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটর করার কথাও উল্লেখ করেন তিনি।

পাওয়ার সেক্টরে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকারের প্রশংসা করে বলেন, আমাদের এখন উপ-আঞ্চলিক সহযোগিতার দিকে যাওয়া প্রয়োজন।
 
দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন পঙ্কজ শরণ।
 
কুড়িগ্রামের ফুলবাড়িতে একটি ইমিগ্রেশন সেন্টার উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বলেও জানান হাইকমিশনার। পাশাপাশি ভারতের পেট্রাপোলে একটি ইনট্রিগেটেড ইমিগ্রেশন চেক পোস্ট স্থাপন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
 
সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ।
 
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমইউএম/এসএইচ/এএসআর

** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।