ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বরিশালে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় দুইজনকে ৭ বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আনোয়ারুল হক রোববার এ রায় দেন।



এরা হলেন-নগরীর মেট্রোপলিটন কাউনিয়া থানার প্রধান সড়কের বাসিন্দা পিযুষ দাস ও দেবাশীষ দাস।

বেঞ্চ সহকারী ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের পহেলা ডিসেম্বর র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পিযুষ দাসের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৪৮০ বোতল ফেনসিডিল ও ৮৪টি খালি বোতল উদ্ধার করে।

এ সময় পিযুষ দাসের স্ত্রী শ্রাবন্তী দাস, দেবাশীষ দাসের স্ত্রী মনিষা দাস ও নিলীমা দাসকে আটক করে এবং পরের দিন ২ ডিসেম্বর থানায় র‌্যাবের ডিএডি লুৎফুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান ২০১২ সালের ২৮ জানুয়ারি ওই তিনজনসহ পিযুষ দাস ও দেবাশীষ দাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

পরবর্তীতে অভিযান চালিয়ে পিযুষ দাস ও দেবাশীষ দাসকে গ্রেফতার করা হয়।

আদালত ১৬ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় পিযুষ দাস ও দেবাশীষ দাসকে এ দণ্ড ও বাকি তিনজনকে খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।