সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে আবু সাঈদ (৩০) নামে এক হেরোইনসেবীর কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে শহরের ইসলামবাগ এলাকার ফিদা আলী ইনস্টিটিউটের কাছে বসে হেরোইন সেবন করছিলেন আবু সাঈদ। খবর পেয়ে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় তার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে আদালত।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআই