সিলেট: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে অবস্থিত মাদ্রাসায়ে কাসিমূল উলুমের ছাত্র আমির আব্বাস (১৮) হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ্ সাইফুর রহমান (২২) জেলার ওসমানীনগর থানার গলমুকাপনের শাহ্ মতিউর রহমানের ছেলে। তিনি বর্তমানে পলাতক।
মামলায় মাদ্রাসা কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
২০১২ সালের ২৫ জুন ভোরে মাদ্রাসা ছাত্রাবাসে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করা হয় আব্বাসকে। ঘটনার পর থেকেই সহপাঠী সাইফুল পলাতক। ঘটনার পরদিন নিহতের বাবা আব্দুস সালাম বাদী হয়ে সাইফুলকে আসামি করে মহানগর পুলিশের কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন।
পুলিশের তদন্ত শেষে শাহ্ সাইফুর রহমানকে একমাত্র আসামি করে দণ্ডবিধির ৩০২ ধরায় অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ আদালতে প্রেরিত হলে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। পরে বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে রায় ঘোষণা করেন।
মামলাটি পরিচালনা করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মফুর আলী। আসামিপক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন সৈয়দ মোহাম্মদ তারেক।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএএন/জেডএস