ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
রাজাপুরে ইয়াবাসহ আটক ৪ ছবি: প্রতীকী

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া বাজার এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটকেরা হলেন-ভান্ডারিয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন (২৬), তার দুই সহযোগী আল আমিন (৩৫) ও মাহমুদ রিপন (২০) এবং রিকশাচালক আমির হোসেন।



রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজাপুর থানার সেকেন্ড অফিসার ইউনুচ মিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (২৪ অক্টোবর) দিনগত মধ্যরাতে আট পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে রিকশা যোগে যাওয়ার সময় গালুয়া বাজার এলাকায় তাদের আটক করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে রোববার বিকেলে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আটক সবাই ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।