ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফসলের চিকিৎসকদের দিক নির্দেশনা বিষয়ে সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ফসলের চিকিৎসকদের দিক নির্দেশনা বিষয়ে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিভিন্ন রোগ, পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য গড়ে তোলা কেন্দ্রীয় ডায়াগনস্টিক ল্যাবে ফসলের চিকিৎসকদের দিক নির্দেশনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ফোরাম মিটিং নামের এ সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিইএ) ও কমনওয়েলথ অ্যাগ্রিকালচার ব্যুরো ইন্টারন্যাশনাল (ক্যাবি)।


 
সভায় জানানো হয়, দেশের পাঁচ জেলার ১০ উপজেলায় প্লান্ট ডক্টরস ক্লিনিক গড়ে তোলা হয়েছে। এ ক্লিনিকের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষিবিদরা, উদ্ভিদের রোগ নির্ণয়ের পর কৃষকের হাতে তুলে দিচ্ছেন চিকিৎসার ব্যবস্থাপত্র ও দিক নির্দেশনা। এতে কৃষকরা সরাসরি উপকৃত হওয়ার সুযোগ পাচ্ছেন।

সভায় উল্লেখ করা হয়, এ পদ্ধতি নিরাপদ ও পরিবেশবান্ধব খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে প্লান্ট ডক্টর ক্লিনিকের প্রতিটি কেন্দ্র থেকে মাসে দু’বার ফসলের চিকিৎসা সেবা পাচ্ছেন কৃষকরা। পর্যায়ক্রমে দেশজুড়ে এ সেবা ছড়িয়ে দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা।
 
ডিইএ’র মহাপরিচালক ও কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজমুল ইসলাম। প্লান্ট ওয়াইজ-ক্যাবি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্লান্ট ওয়াইজ, ডিবিসিজের রিজিওনাল কোঅর্ডিনেটর ড. মালভিকা চৌধুরী।
 
এছাড়া প্লান্ট ওয়াইজ-প্লান্ট ডক্টরস ক্লিনিক, বাংলাদেশ’র কার্যক্রম উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের উপ-পরিচালক মো. রেজাউল ইসলাম।
 
কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মাদ গোলাম মওলা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।