ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা জীবন কুমার (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে ধুনট শহরের পুরাতন কোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, জীবন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা আদালতে বিচারাধীন। শনিবার রাতে পুরাতন কোর্ট চত্বরে চোলাইমদ বিক্রি করছিলেন তিনি। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআই