রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা আব্দুল হক নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় বাধা দেওয়ায় গৃহকর্তা ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে তারা।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গুতিয়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল হক বাংলানিউজকে জানান, গুতিয়াবো এলাকার আব্দুল ছোবহানের ছেলে হুমায়ুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। আব্দুল হকসহ এলাকার লোকজন হুমায়ুনের মাদক সেবন ও বিক্রিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোববার বিকেলে হুমায়ুনসহ তার সহযোগীরা রামদা, চাপাতি ও লাঠিসোঠা নিয়ে আব্দুল হকের বাড়িতে হামলা চালায়। এ সময় ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
এ সময় বাধা দেওয়ায় আব্দুল হক ও তার ছেলে নাঈমকে কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ অভিযোগ অস্বীকার করেন। এছাড়া তারা মাদক বিক্রির বিষয়টিও মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ