মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া এলাকায় মোটরসাইকেলের চাপায় শিমু বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারী উচুটিয়া এলাকার শরিফ উদ্দিনের স্ত্রী।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় উচুটিয়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন শিমু। এসময় ঢাকাগামী মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার পর পর মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআই