পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় আহত মঞ্জু মাতুব্বর (১৬) নামে এক স্কুলছাত্র মারা গেছে।
রোববার (২৫ অক্টোবর) ভোরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিকেল তিনটায় ওই হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ মঠবাড়িয়া নিয়ে যাওয়া হয়।
মঞ্জু মাতুব্বর(১৬) মঠবাড়িয়া পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বকসির ঘটিচোরা গ্রামে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় একটি দোকানে চা-মুড়ি খাওয়ার বিল দেওয়া নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় মঞ্জু মাতুব্বর বাধা দিতে গেলে প্রতিবেশী ইউসুফ ফরাজী, সত্তার ফরাজী ও হাবিবের নেতৃত্বে ৭/৮জন তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে আলম মাতুব্বর ও তার স্ত্রী বিউটি বেগমও আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মঞ্জু মাতুব্বরের মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় আকলিমা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের বাবা বরিশাল থেকে মরদেহ নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পর রাতে থানায় মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ