ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাপেক্স’র সবার জন্য পেনশন সুবিধা নিশ্চিতের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বাপেক্স’র সবার জন্য পেনশন সুবিধা নিশ্চিতের সুপারিশ

ঢাকা: বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) কর্মরত সব কর্মকর্তা-কর্মচারি যেন চাকরির মেয়াদ শেষে পেনশন সুবিধা পান সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
 
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।


 
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে সদস্য মুহিবুর রহমান মানিক, মো. নূরুল ইসলাম সুজন, মো. আব্দুল ওদুদ, আব্দুর রউফ এবং অ্যাডভোকেট নাভানা আক্তার অংশ নেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাপেক্স’র সার্বিক কার্যক্রম এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কমিটি বাংলাদেশে গ্যাসের ক্ষেত্র বাড়ানো এবং তেলের মজুদ বাড়ানোর সুপারিশ করে। এছাড়া বাপেক্স এবং পদ্মা অয়েল কোম্পানির অডিট আপত্তি নিষ্পত্তি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।