নীলফামারী: `জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ও নৈতিকতা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলা তথ্য অফিসের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা আফতাব হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি প্রমুখ।
বক্তারা বলেন, জনগণকে প্রয়োজনীয় তথ্য সরবারহ করতে সরকার আইন করেছে। কিন্তু আমাদের অসচেতনতার কারণে তথ্য পাওয়ার ক্ষেত্রে বিচ্যুতি ঘটছে।
প্রতিটি অফিস তথ্য দিতে বাধ্য উল্লেখ করে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য সংগ্রহ ও সংশ্লিষ্টদের সরবরাহের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
সভায় অন্যদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই