ঢাকা: পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সহযোগিতায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইনস্যুরেন্স ক্যানভাসে ক্যাম্পাস’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মিরপুর সেনানিবাসে এমআইএসটি’র সামরিক ও বেসামরিক অফিসার্স, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
রোববার (২৫ অক্টোবর) পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক আলমগীর ফিরোজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আব্দুল কাদির। বিশেষ অতিথি ছিলেন- পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী ও এটিএন বাংলার পরিচালক নেছার আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এমআইএসটি’র উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক অফিসাররা, এটিএন বাংলার উপদেষ্টা কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান, পপুলার লাইফের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক আলমগীর ফিরোজ রানা ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মেজর জেনারেল মো. আব্দুল কাদিরের কাছ থেকে শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স’র ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএসএস