মাগুরা: মাগুরা শহরের দরি মাগুরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শেফালী বেগম ও রেখা খাতুনকে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।
মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দুপুরে দরি মাগুরার দোয়ারপাড় এলাকায় শেফালী ও রেখার বাড়িতে অভিযান চালায়। এসময় শেফালীর বাড়িতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও রেখার বাড়িতে আট বোতল ফেনসিডিল পাওয়ায় তাদের আটক করা হয়।
দুপুরেই তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। পরে ওই দুই নারীকে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠনোর নির্দেশ দেয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসআই