ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় থ্রি হুইলার (পাগলু) ও ট্রাক্টরের (পাওয়ার টিলার) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গী-রানীশংকৈল সড়কের খুটিয়াটুলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হরিপুর উপজেলার যাদুরানী গ্রামের শরিফ (৩৫) ও রানীশংকৈলের নেকমরদে গ্রামের লিটন (৪০)।
আহতরা হলেন- আলেয়া (২৯), সাজু (২০), বাবু (৩০), বিলকিস (৩২), জুই (৩) ও আশরাফুল (৩০)। এদের মধ্যে আশরাফুল ও সাজুর অবস্থা আশঙ্কাজনক।
তাদের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষর্দীরা জানায়, নেকমরদ বাজার থেকে যাত্রী নিয়ে থ্রি-হুইলার রানীশংকৈল যাচ্ছিল। পথে খুটিয়াটুলি নামক স্থানে পৌঁছুলে বিপরীত থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ