রাজশাহী: নওগাঁয় নাসরিন আক্তার (২২) নামে এক গৃহবধূকে তার স্বামী পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নাসরিনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নাসরিনের স্বামী রুবেল হোসেনের বাড়ি বগুড়ার আদমদীঘী উপজেলায়। রুবেল স্ত্রী নাসরিনকে নিয়ে নওগাঁয় থাকতেন। সেখানে তার একটি মুদি দোকান রয়েছে।
নাসরিন আক্তারের বাবা আবদুল গাফফার বাংলানিউজকে জানান, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে রুবেল হোসেন তার মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। তার দাবি অনুযায়ী, তিন লাখ টাকা দিয়ে নওগাঁয় একটি মুদি দোকান দিয়ে দেন গাফফার। কিন্তু এরপরও নির্যাতন থামেনি। আবারও ১০ লাখ যৌতুক দাবি করেন রুবেল। এ টাকার দাবিতে রুবেল প্রায়ই তার মেয়েকে মারধর করতেন। এরপর শনিবার (২৪ অক্টোবর) রাতে নাসরিন আক্তারের মাথায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন রুবেল। এতে তার মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে নাসরিন আক্তারকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে রোববার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে রুবেলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস/আরএম