চাঁপাইনবাবগঞ্জ: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) একটি ৠালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) বশির আহম্মেদ পিপিএম।
এ সময় উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সমন্বয়ক অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ সনুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই