ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মোটর শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
মোটর শ্রমিকদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: কালনা পরিবহনের একটি বাসের চালককে ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টা থেকে খুলনার ফুলবাড়ীগেট এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু করেছেন মোটর শ্রমিকরা।

ফলে এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বাংলানিউজকে জানান, রোববার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা কালনা পরিবহনের বাস (টাঙ্গাইল জ-১০০) আফিলগেট চেকপোস্টে পৌঁছায়। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সামিউল হক চালক ফোরকার আলীকে গাড়ির কাগজপত্র না থাকায় ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে ২০ দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

খবরটি ফুলবাড়ীগেট এলাকা পৌঁছালে পরিবহন শ্রমিকরা তার মুক্তির দাবিতে ফুলবাড়ীগেট মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে, রাত সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।