খুলনা: কালনা পরিবহনের একটি বাসের চালককে ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টা থেকে খুলনার ফুলবাড়ীগেট এলাকায় এ অবরোধ কর্মসূচি শুরু করেছেন মোটর শ্রমিকরা।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বাংলানিউজকে জানান, রোববার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা কালনা পরিবহনের বাস (টাঙ্গাইল জ-১০০) আফিলগেট চেকপোস্টে পৌঁছায়। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সামিউল হক চালক ফোরকার আলীকে গাড়ির কাগজপত্র না থাকায় ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে ২০ দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
খবরটি ফুলবাড়ীগেট এলাকা পৌঁছালে পরিবহন শ্রমিকরা তার মুক্তির দাবিতে ফুলবাড়ীগেট মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে, রাত সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমআরএম/আরএম