যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তারের দুই ছেলেকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) বিকেলে যবিপ্রবি’র উপাচার্যের একান্ত সচিব এটিএম কামরুল হাসান যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতে উপাচার্যের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিক ক্ষুদে বার্তায় (এসএমএস) এ হুমকি দেওয়া হয়। রোববার বিকেলে মামলা দায়ের করলে বিষয়টি জানাজানি হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ গনি মিয়া বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মালয়েশিয়ার একটি মোবাইল নম্বর থেকে যবিপ্রবি উপাচার্যের মোবাইল নম্বরে ম্যাসেজের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে।
জিডিতে যবিপ্রবি উপাচার্যের একান্ত সচিব বলেছেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে +৬০১১২৮১৪০৬০৫ নম্বর থেকে যবিপ্রবি উপাচার্যের মোবাইল নম্বরে একাধিকবার ম্যাসেজ আসে। বাংলায় লেখা এ ম্যাসেজে জানানো হয়, উপাচার্যের দুই ছেলে আবির ও নিবিড়কে হত্যা করা হবে। তাদের হত্যার জন্য খুনীদের আগাম ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। ফলে দুই ছেলেকে বাঁচাতে থানায় জিডি করারও পরামর্শ দেওয়া হয় ম্যাসেজে। যে এই হত্যার পরিকল্পনা করছে, সে উপাচার্যের গাড়িতে বোমা স্থাপনও করতে পারেন এমন তথ্যও দেওয়া হয়েছে ওই ম্যাসেজে।
এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার বাংলানিউজকে বলেন, কয়েকটি ম্যাসেজ এসেছে। আমি ওই নম্বরে ফিরতি ম্যাসেজ পাঠিয়ে তার নাম-পরিচয় জানতে চেয়েছি। তবে ম্যাসেজ প্রেরণকারী নিজেকে আমার শুভাকাঙ্খী হিসেবে দাবি করেছেন। পুরো বিষয়টি আমি স্পষ্ট নই।
তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে যশোরের পুলিশ সুপার, র্যাব-৬ কমান্ডার ও এনএসআইয়ের উপ-পরিচালককে জানানো হয়েছে। ওই নম্বর শনাক্ত করা হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ