রংপুর: রংপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন আঞ্জুয়ারা খাতুন নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ সময় তিনি ছিনতাইকারীর ছুরির আঘাতে সামান্য আহত হন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে কাউনিয়া উপজেলার মিরবাগ বেইলি ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আঞ্জুয়ারা কাউনিয়া উপজেলার মিরবাগ থেকে রিকশায় করে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পথে বেইলি ব্রিজ নামক স্থানে ২ ছিনতাইকারী তার গতিরোধ করে ককটেল বিস্ফোরণ করে এলাকায় ভীতি সৃষ্টি করে।
পরে মেয়েটির কাছ থেকে মোবাইল ফোন, গলার সোনার চেইন, ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী একজোট হয়ে ছিনতাইকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।
এদিকে ব্যাগ টানা হেঁচড়ার সময় ছিনতাইকারীর ছুরির আঘাতে মেয়েটি সামান্য আহত হয়।
কাউনিয়া থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেয়েটির অভিভাবক আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ