সিলেট: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) কয়েকটি ম্যাচ সিলেটে আয়োজন করার দাবিতে এবং সিলেটি খেলোয়াড়দের ‘সিলেট সুপার স্টারস’ নামে দলে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ক্রিকেটপ্রেমীরা।
রোববার (২৫ অক্টোবর) নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক ক্রিকেট অনুরাগীরা অংশ নেয়।
‘চেইজ বিগিনস’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচি সঞ্চালনা করেন সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্রিকেট কিংবা ফুটবল যেকোনো ধরনের খেলার জন্য সিলেট হচ্ছে আদর্শ জায়গা। ইতোমধ্যে আইসিসি টি-২০ ম্যাচ, অনুর্ধ্ব-১৯ দলের ম্যাচসহ বেশ ক’টি আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সবগুলোতেই সফল আয়োজন করে সিলেট নিজেদের দক্ষতার পরিচয় দেওয়ার পরও বিপিএল’র কোনো ম্যাচ সিলেটে রাখা হয়নি।
এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এটিএন বাংলা’র সিলেট ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, চেইজ বিগিনস’র সভাপতি শাকিল জামান প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এমদাদ রহমান, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফজলে এলাহী অভি, সহ-সাধারণ সম্পাদক রুয়েদুর রহমান চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সিলেট জেলা শাখার সভাপতি এসএম আলী হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ সাঈদী, অন্তরঙ্গ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, সংবাদকর্মী রফিকুল ইসলাম কামাল, মিজানুর রহমান চৌধুরী, চেইজ বিগিনস’র সাধারণ সম্পাদক ইফতেখার নোমান, প্রতিষ্ঠাতা সদস্য ফয়সল রুমন, সাফায়াত অপু, তামিমুল করিম হৃদয়, এহতেমাম জিন্দানী নুরেল, দিব্য জ্যোতি সী, এহসাম রাহাত, উত্তম কাব্য, রুমান আহমদ, বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশনের সহযোগী সদস্য তাহির তায়েফ, সিয়াম চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএএন/এটি