কক্সবাজার: কক্সবাজার শহরে ৩০ হাজার ইয়াবাসহ জয়নাল আবেদীন (৩৬) নামে এক যুবককে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) রাত আটটার দিকে কক্সবাজার পৌরসভার টেকপাড়া থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৭-এর অধিনায়ক এসএম সাউদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ