বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি রূপার তৈরি গহনা ও নগদ ৬৩ হাজার টাকাসহ মো. ইমরান আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ইমরান বাঘমারা উপজেলার বাইগাছা গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শামীম আকতার বাংলানিউজকে জানান, হিলি থেকে সাদিয়া পরিবহনের একটি বাস (বগুড়া জ-১১-০০২৪) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় পৌঁছলে পুলিশ বাসটিতে তল্লাশি চালায়। এ সময় ৯ কেজি রূপার গহনা ও ৬৩ হাজার নগদ টাকাসহ মো. ইমরান আলীকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমবিএইচ/আরএম