ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হোসনী দালানে বোমা হামলার মামলা ডিবিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
হোসনী দালানে বোমা হামলার মামলা ডিবিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢ‍াকা: রাজধানীর হোসনী দালান চত্বরে বোমা হামলার মামলাটি  মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। এর আগে, এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।



রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ মামলাটি ডিবিতে হস্তান্তর করে। মামলাটি এখন তদারক করছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ টিম।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলানিউজকে বিষয়টি জানান।

এ বিষয়ে ঢাকা মেট্রো পলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, হোসনী দালান সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে পুলিশ মিটিং করেছে। এসময় নিরাপত্তার স্বার্থে দেয়ালে কাঁটা তারের বেড়া ও প্রবেশ পথে মেটাল ডিটেকটর দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। তারা পর্যায়ক্রমে এগুলো বসাবে বলে পুলিশকে আশ্বস্ত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এনএ/জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।