ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরের অপহৃত ব্যবসায়ী রাজবাড়ীতে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
যশোরের অপহৃত ব্যবসায়ী রাজবাড়ীতে উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: যশোরের অপহৃত তরুণ ব্যবসায়ী আনোয়ার হোসেন রকিকে (১৭) রাজবাড়ীতে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চার অপহরণকারীকে আটক করা হয়।



রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষীপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোলাইমান কাজী বাংলানিউজকে বলেন, অপহৃত ব্যবসায়ী রকিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। রকি যশোর জেলার র্শাশা ইউনিয়নের কামাল শিকদারের ছেলে।

এ ঘটনায় আটকেরা হলেন-ফরিদপুর জেলার নগরকান্দা থানার লক্ষরদিয়া ইউনিয়নের বেনদদিয়া গ্রামের মনিরুজ্জামান মনু মিয়ার ছেলে বিল্লাল হোসেন রিপন (২৬), রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের ডিগ্রিরচর চাঁদপুর গ্রামের মো. ইমান আলী শেখের ছেলে সুজন শেখ (২৪), মো. সাত্তার শেখের ছেলে মো. ফরিদুল ইসলাম শেখ (১৫) ও বসন্তপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের আজগর ব্যাপারীর ছেলে সাগর ব্যাপারী (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার চাঁদপুর গ্রামের খলিল শিকদারের ছেলে কাওসার শিকদারের (২১) কাছে মোটরসাইকেল বিক্রি করেন রকি। বিক্রির পাওনা ১৫ হাজার টাকা নিতে রকি যশোর থেকে রাজবাড়ী জেলার খানখানাপুর ইমামবাড়ি এলাকায় আসেন শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১২টায়।

টাকা দেওয়ার কথা বলে কাওসার ও তার সহযোগীরা রকিকে স্থানীয় একটি নির্জন বাড়িতে নিয়ে যান। পরে তাকে সেখানে জিম্মি করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা।

রোববার বিকেলে এ ঘটনায় কথাকাটির একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি বুঝতে পেয়ে অপহরণকারীদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।