দিনাজপুর: দিনাজপুর ঘোড়াঘাটের ছেচুরিয়া মাদ্রাসার পরিত্যক্ত মাটির দেয়াল চাপা পড়ে মো. হাবিল (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছেচুরিয়া মাদ্রাসা মাঠে খেলা করার সময় এ ঘটনা ঘটে।
নিহত হাবিল ঘোড়াঘাট ইউনিয়নের বানিয়াল গ্রামের মো. হামিদ আলীর ছেলে ও ছেচুরিয়া মাদ্রার ছাত্র।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি জানান, বিকেলে মাদ্রাসা মাঠে খেলা করার সময় পাশের একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এ সময় ওই মাটির নিচে চাপা পড়ে হাবিল। পরে সন্ধ্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
আরএ