সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একরাম (৪৬) নামে এক ব্যক্তিকে হেরোইনসহ আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে সৈয়দপুরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় তাকে আটক করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সৈয়দপুর সার্কেলের পরিদর্শক জাহিদুল ইসলাম ও সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এম আর সাঈদ বাংলানিউজকে বলেন, আটক একরাম দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার থাকার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে ৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই