দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে ওবায়দুল ইসলাম (২৭) নামে এক যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ অক্টোবর) সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বজলুর রশীদ এ দণ্ডাদেশ দেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত যুবক ওবায়দুল ইসলামকে রাত পৌনে ৯টার দিকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাজাপ্রাপ্ত ওবায়দুল উপজেলার শালখুরিয়া ইউনিয়নের বেড়ামালিয়া গ্রামের মৃত ওয়াজেদ হোসেনের ছেলে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
টিআই