ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশ যে নজির স্থাপন করেছে তাতে স্পষ্ট হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ (এসডিজি) যেকোনো লক্ষ্য পূরণ করতে বাংলাদেশের মেধাবীরা সক্ষম হবে।
রোববার (২৫ অক্টোবর) রাতে শিল্পকলা একাডেমির চিত্রশালায় চিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন অর্জন নিয়ে ‘ধরিত্রী সেরা তুমি’ নামে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করে আওয়ামী যুবলীগ।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, সাংবাদিক দীপ আজাদ, যুবনেতা হারুনুর রশীদ, মুজিবুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরন, আনিসুর রহমান, ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান ও বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অর্জন নিয়ে এমন চিত্র প্রদর্শনী সারা বাংলাদেশে করা প্রয়োজন। এ অর্জন শুধু প্রধানমন্ত্রীর নয়, বাংলাদেশের। বাংলাদেশের সর্বস্তরের জনগণের এগুলো দেখা ও জানা প্রয়োজন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতন্ত্র, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। সাংবিধানিক অঙ্গীকার পূরণ করে চলেছেন। তিনি এমডিজি নির্ধারণের সভায় ছিলেন এবং এসডিজি নির্ধারণের সভায়ও ছিলেন। তার নেতৃত্বে আমরা যেমন এমডিজি পূরণ করতে পেরেছি, তেমনি এসডিজিও পূরণ করতে পারবো।
এ সময় তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষ তাদের মেধা ও পরিশ্রম দিয়ে যেকোনো লক্ষ্য পূরণে সফল হবে।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শিতা, প্রজ্ঞা ও সুযোগ্য নেতৃত্বের কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হয়েছে। প্রধানমন্ত্রীর ৩৭টি আন্তর্জাতিক পুরস্কার তারই প্রমাণ।
তিনি বলেন, যুবলীগ শুধু মিছিল-মিটিং শ্লোগানে বিশ্বাস করে না, জ্ঞানচর্চার মাধ্যমে একটি আলোকিত যুবসমাজ বিনির্মাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে । যুবলীগের প্রায় তিনশ' প্রকাশনা রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসইউজে/এমজেড