গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ৪৪৯ বোতল ফেনসিডিলসহ এমারত হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক এমারত হোসেন টঙ্গীর বড় দেওড়া এলাকার মৃত কাতু মিয়ার ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় দেওড়া এলাকায় এমারত হোসেনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় এমারত হোসেনকে ৪৪৯ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৫ হাজার ৮০০ টাকাসহ আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমজেড