ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীরামপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন-ট্রাক ড্রাইভার আব্দুর রহমান (৪২) ও কাভার্ড ভ্যানের হেলপার ডালিম হোসেন (৩৬)। আন্যদিকে, আহত দু’জন হলেন-কাভার্ড ভ্যানের ড্রাইভার কবির হোসেন (৪৫) ও ট্রাকের হেলপার হাসান আলী (২৩)।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বাংলানিউজকে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহত দু’জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫ (আপডেট: ১৫০০ ঘণ্টা)
এমজেড/টিআই