ঢাকা: জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জের প্রবাসীদের সংগঠনটি বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।
নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের শেষ সময় ৩১ অক্টোবর। ১৫ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত সদস্যপদ গ্রহণ করা হবে।
জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র সভাপতি মশিউর রহমান শাহিন এ তথ্য জানিয়ে বলেন, অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে একটি স্মারক বের করা হবে। এতে আগ্রহীরা ১ নভেম্বরের মধ্যে কবিতা, ছড়া, গল্প এবং জকিগঞ্জ বিষয়ক যেকোনো লেখা পাঠাতে পারবেন।
সদস্য আব্দুস শুকুর চৌধুরী আজাদ জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির মাধ্যমে দেশে বসবাসরত দরিদ্র ও অসহায়দের বিভিন্ন সাহায্য ও অনুদান প্রদান করা হয়। এছাড়া বৃত্তি প্রদানসহ বিভিন্ন উন্নয়মূলক কাজে সংগঠনটি যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করে।
বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসএ/জেডএস