ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল কাদির ভূঁইয়া (৫৫) নামে ব্যাটারিচালিত অটোরিকশার একযাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও দুইজন।

আহত দু'জন হলেন-অটোরিকশার চালক হেকমত উল্লাহ ও অপর একযাত্রী শাহাদাত হোসেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কোশাব (বাইপাস) এলাকার এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত আব্দুল কাদির ভূঁইয়া উপজেলার হাটাব এলাকার মৃত আব্দুল খালেক ভুঁইয়ার ছেলে। নিহতের মরদেহ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ভুলতাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে গাজীপুরগামী অপর একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রী আব্দুল কাদির ভূঁইয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ তার স্বজনরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।