রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত সন্ত্রাসী আরশাদ ব্যাপারি (২৫) নিহত হয়েছে। এ সময় গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল ও উপপরিদর্শক (এসআই) মো. রফিক উদ্দিন আহত হয়েছেন।
নিহত আরশাদের বিরুদ্ধে ২০১৩ সালে পুলিশের ওপর বোমা হামলা, ৩টি ডাকাতি, একটি বিস্ফোরক, একটি হত্যা, একটি মাদক ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলে দাবি পুলিশের। আরশাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
নিহত আরশাদ ব্যাপারি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইমান খাঁ পাড়ার শাহজুদ্দিন ব্যাপারির ছেলে।
ওসি এসএম শাহজালাল বাংলানিউজকে জানান, রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে সন্ত্রাসী আরশাদকে দৌলতদিয়া কবরস্থান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রাত দেড়টার দিকে তাকে নিয়ে গোয়ালন্দ পদ্মার মোড়ের মন্নুর ইটভাটা এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে আরশাদ বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আরশাদ গুলিবিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আজাহারুল ইসলাম আরশাদকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দু’টি কার্তুজ ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ সময় তিনিসহ উপপরিদর্শক মো. রফিক উদ্দিন আহত হয়েছেন বলেও জানান ওসি এসএম শাহজালাল।
বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জেডএস