ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ২৮

মেহেরপুর: মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আদালতের পরোয়ানাভুক্ত ২৮ জনকে গ্রেফতার করেছে।

রোববার (২৫ অক্টোবর) দিনগত রাতের বিভিন্ন সময়ে জেলার ওইসব স্থানে অভিযান পরিচালনা করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেক।



মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বাংলানিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আদালত বিভিন্ন সময়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেন। গ্রেফতারের ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছিলেন।

আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।