ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

তাবেলা সিজার হত্যায় সন্দেহভাজন ৩ খুনিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
তাবেলা সিজার হত্যায় সন্দেহভাজন ৩ খুনিসহ আটক ৪ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যায় সন্দেহভাজন ৩ হত্যাকারীসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক চারজন হলেন- ভাগ্নে রাসেল ওরফে কালা রাসেল, শ্যুটার রুবেল, চাকতি রাসেল ও শাখাওয়াত হোসেন শরীফ।

এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় বলে দাবি ডিবি পুলিশের।

গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের ডিসি শেখ নাজমুল আলম বাংলানিউজকে বিষয়টি জানান।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার পর এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে জগিং করার সময় দুবৃর্ত্তদের গুলিতে নিহত হন ইতালিয়ান নাগরিক ও নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডির কর্মকর্তা তাবেলা সিজার।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪/আপডেট: ০৯৫৭ ঘণ্টা
এনএ/এনএইচএফ/আরইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।