নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুকসহ সারোয়ার হোসেন (২৮) নামে এক দস্যুকে আটক করেছে পুলিশ। এ সময় অন্য দস্যুরা পালিয়ে যান।
রোববার (২৫ অক্টোবর) দিনগত রাতে ইউনিয়নের জোড়াখালী এলাকায় তাকে আটক করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হুদা বাংলানিউজকে জানান, আটক সারোয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় ‘হাতকাটা সাদ্দাম বাহিনী’র সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া ও মেঘনা নদীর চরাঞ্চলের ‘হাতকাটা সাদ্দাম বাহিনী’র সদস্য জোনায়েদ, সোহেল, সারোয়ারসহ অন্যরা দীর্ঘদিন থেকে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঠেঙ্গারচরে পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে ধাওয়া খেয়ে জোড়াখালী এলাকায় সারোয়ার ও তার সহযোগীরা আত্মগোপন করেন।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টিআই