ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ছাতকে বটেরখাল নদী থেকে নিখোঁজ তরুণের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ছাতকে বটেরখাল নদী থেকে নিখোঁজ তরুণের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের কাছে বটেরখাল নদী থেকে রাসেল মিয়া (১৮) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ আক্টোবর) বিকেল ৫টার দিকে নদীতে ডুবে নিখোঁজ হন রাসেল।

অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মৃতদেহ উদ্ধার করে।

রাসেল একই ইউনিয়নের রুকুমতাজ গ্রামের আশকর আলীর ছেলে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার বিকেলে খেয়া নৌকায় করে আলীগঞ্জ বাজারে যাওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হন রাসেল। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থলের কাছেই তার মৃতদেহ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।