সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের কাছে বটেরখাল নদী থেকে রাসেল মিয়া (১৮) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ আক্টোবর) বিকেল ৫টার দিকে নদীতে ডুবে নিখোঁজ হন রাসেল।
রাসেল একই ইউনিয়নের রুকুমতাজ গ্রামের আশকর আলীর ছেলে।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার বিকেলে খেয়া নৌকায় করে আলীগঞ্জ বাজারে যাওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হন রাসেল। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় ঘটনাস্থলের কাছেই তার মৃতদেহ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআই