খুলনা: দেশের প্রথম কোনো প্রেসক্লাবে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ নান্দনিক স্মৃতি ভাস্কর্য। চলতি বছরের শুরুতেই উদ্যোগটি গ্রহণ করে খুলনা প্রেসক্লাব।
ইতোমধ্যে বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজনীতিবিদ, শিক্ষক, সরকারি পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা।
ভাস্কর্য নির্মাণ কমিটির আহ্বায়ক সাংবাদিক মল্লিক সুধাংশু বাংলানিউজকে বলেন, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্যার ইকবাল রোডে প্রেসক্লাব চত্বরের বালু-মানিক মিলনায়তনের পুর্ব পাশে এটি স্থাপন করা হবে। নির্মাণ শেষে জনসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর এ ভাস্কর্যটিই হবে জাতির জনকের পূর্ণাঙ্গ শৈল্পিক স্মৃতি ভাস্কর্য।
ভাস্কর্যটি নির্মাণ করছেন শিল্পী প্রশান্ত দাশ ও শিল্পী সুকুমার বাগচী।
সুকুমার বাগচী বাংলানিউজকে জানান, প্রেসক্লাবে নির্মিতব্য জাতির জনকের স্মৃতি ভাস্কর্যের বিভিন্ন উপাদানের মধ্যে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে মার্বেল, হোয়াইট সিমেন্ট ও এসএসডি ফরমেট রড। বেদিসহ এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় ১৫ ফুট। আশা করা হচ্ছে, গ্রে (ধূসর) রঙের ভাস্কর্যটির স্থায়িত্ব হবে প্রায় পাঁচশ’ বছর।
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় বলেন, বাংলাদেশের কোনো প্রেসক্লাবে এখনো বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি হয়নি। খুলনা প্রেসক্লাবে এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। ভাস্কর্যটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২০ লাখ টাকা। নভেম্বর মাসের মধ্যে ভাস্কর্যের নির্মাণ কাজ শেষ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যের উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে জাতির জনকের স্মৃতি ভাস্কর্য পরিদর্শনে গিয়ে নির্মাণ কাজের শিল্পরূপ দেখে সন্তোষ প্রকাশ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফায়েক উজ্জামান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, খুলনা কর অঞ্চলের কমিশনার (আপিল বিভাগ) প্রশান্ত কুমার রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) জাহাঙ্গীর হোসেন মোল্লা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মালিক সরোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা শেখ আবু হানিফ, জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল।
খুলনা প্রেসক্লাব ও ভাস্কর্য নির্মাণ কমিটির নেতারা ভাস্কর্য পরিদর্শনে যাওয়া বিশিষ্টজনদের স্বাগত জানান এবং ভাস্কর্য নির্মাণের প্রেক্ষাপট তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিয় কুমার পাল, সাধারণ সম্পাদক ও ভাস্কর্য নির্মাণ কমিটির সদস্য সচিব সুবীর কুমার রায়, ভাস্কর্য নির্মাণ কমিটির আহ্বায়ক মল্লিক সুধাংশু, নির্মাণ কমিটির সদস্য অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সাংবাদিক সাহেব আলী, আসাদুজ্জামান রিয়াজ, সিনিয়র সাংবাদিক আহমদ আলী খান, অমল সাহা, এ কে এ সরোজ নুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমআরএম/জেডএস/এএসআর