ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতাকারীদের আর্থিক সহায়তা, ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
নাশকতাকারীদের আর্থিক সহায়তা, ব্যবসায়ী গ্রেফতার

সাভার(ঢাকা): সাভারে নাশকতাকারীদের আর্থিক পৃষ্ঠপোষকতার অভিযোগে মঞ্জু পালোয়ান(৩৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঞ্জু পৌরসভার রাজাশন এলাকার ব্যবসায়ী নেতা ওমর পালোয়ানের ছেলে।

তিনি সাভার শিবিরের কোষাধ্যক্ষ বলেও জানিয়েছে পুলিশ।

সোমবার(২৬ অক্টোবর) নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে রোববার গভীর রাতে ওই ব্যবসায়ীকে প্রথমে থানায় তলব করা হয়।   জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়।

সাভার মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি/তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ত্রাস বিরোধী আইন ও অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলায় মঞ্জুকে দুপুরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।