ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নির্যাতনে কিশোরী গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
নির্যাতনে কিশোরী গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ ছবি: প্রতীকী

ঢাকা: শারীরিক নির্যাতনের শিকার হয়ে রোকসানা (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে রাজধানীর কাঁঠাল বাগান এলাকার পদ্মা জেনারেল হাসপাতালে রোকসানার মৃত্যু হয়।



রোকসানা নীলফামারী জেলার কচুকাটা গ্রামের মুজা মিয়ার মেয়ে। ধানমন্ডি ২৭ নং রোডের ৩০ নং বাড়িতে সে গৃহকর্মী হিসেবে কাজ করতো।

রোকসানার বড় ভাই জাহানুর ইসলাম বলেন, গত আট বছর ধরে রোকসানা ওই বাড়িতে কাজ করতো। ১৮ অক্টোবর বাড়ির গৃহকর্তা ফোন করে জানান, রোকসানা অসুস্থ। এ খবর পেয়ে আমার মা জাহেদা বেগম ও ছোটভাই জাহাঙ্গীর আলম ওই বাড়িতে গেলে, তাদের জিম্মি করে সাদা কাগজে সই করান গৃহকর্তা।

তিনি আরও বলেন, বাড়ির অন্যদের কাছ থেকে জানতে পারি, রোকসানা পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে গিয়ে দেখা যায়, তাকে অচেতন অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে সোমবার ভোরে রোকসানার মৃত্যু হয়।

শারীরিক নির্যাতনের কারণেই রোকসানার মৃত্যু হয়েছে বলে অভিযোগ জাহানুরের।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন মীর জানান, এ ঘটনায় গৃহকর্তার ছেলেকে আটক করা হয়েছে।

মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এজেডএস/জেডএফ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।