ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সফি উল্লাহর ছেলে জাবেদ (২৮), শেখ আহম্মদের ছেলে রফিক উল্লাহ (৩১) ও আবদুর রাজ্জাকের ছেলে বাবুল (২৪)।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, সোমবার সকালে নতুন বাজার এলাকার সৌদি প্রবাসী মোশারফ হোসেনের একটি ভবনের পুনর্নির্মাণের কাজ চলছে। ভবনটির পুরনো সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ নেন ওই তিন শ্রমিক। সকালে কাজে এসে প্রথমে দুই শ্রমিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। দীর্ঘসময় তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অপরজনও ট্যাংকের ভেতর নামেন। এরপর তারও কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে সেপটিক ট্যাংক থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে। এ অবস্থায় ওই তিনজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাজিদ বাংলানিউজকে জানান, বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫/আপডেট: ১৩৫৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।