গোপালগঞ্জ: এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জ শহরে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়ির মালিক নৌবাহিনীর সাবেক সদস্য আহত হয়েছেন।
এ সময় জনতার হাতে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) গভীর রাতে শহরের মান্দারতলা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতিকালে ডাকাতদের রামদার কোপে বাড়ির মালিক নৌবাহিনীর সাবেক সদস্য গাউসুল ইসলাম (৬৫) গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা রশিদ শেখ (৩৫) নামে এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আহত ডাকাতকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহত শেখ গাউসুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৭/৮ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল ভেঙে তার ঘরে ঢুকে। ডাকাতরা এ সময় অস্ত্রে মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। তখন তিনি চিৎকার দিলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে রামদা দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে বলেন, আটক ডাকাত রশিদ শেখ গোপালগঞ্জ সদর উপজেলার নখরীচর গ্রামের সিরাজ শেখের ছেলে।
গত ২০ অক্টোবর শহরের নবীববাগ এলাকায় ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টিআই