ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে রেড অ্যালার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
শাহজালালে রেড অ্যালার্ট ছবি: দীপু মালাকার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশে সাম্প্রতিককালের বোমা হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করতেই এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।



সোমবার (২৬ অক্টোবর) সকাল দশটা থেকে বিমানবন্দরের ভেতরে ও বাইরে যাত্রীদের কঠোর তল্লাশিসহ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গেছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরকেন্দ্রিক নাশকতার পরিকল্পনা করছে একটি গোষ্ঠি- গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর এক অভ্যন্তরীণ বৈঠকে রেড অ্যালার্ট জারি ও নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এপিবিএনের এএসপি তানজিনা আক্তার বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএনের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বাংলানিউজকে জানান, বিদেশিদের অনুরোধে এবং সরকারের নির্দেশে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দর্শনার্থী প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে নিশ্চিত করে তিনি জানান, দর্শনার্থীদের বিমানবন্দরে প্রবেশের জন্য থাকা ৫টি কাউন্টার বন্ধ রেখে ভেতরে-বাইরে তল্লাশি করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এনএ/ জেডএফ/আরইউ/এসজেএ/এএসআর

** অ্যালার্ট নয়, দর্শনার্থী প্রবেশ স্থগিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।