ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বোদায় ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
বোদায় ট্রাকচাপায় নিহত ১ ছবি : প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া কারিগরি কলেজের সামনে ট্রাকের চাপায় তারা মিয়া (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন রীনা (৪০) নামে এক নারী।



সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত তারা মিয়ার বাড়ি উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কুমপুকুরী এলাকায়।

আহত রীনা একই উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া গ্রামের লাইটু মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, ভোরে ফজরের নামাজের পর তারা ও রীনা নিজেদের মতো রাস্তায় হাঁটছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক হর্ন (ভেঁপু) বাজালে দিকবিদিক ছোটাছুটি করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা মিয়া। অপরদিকে, রীনা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

পরে আহত রীনাকে উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।