বগুড়া: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৫ উপলক্ষে বগুড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও বগুড়া পৌরসভার সহযোগিতায় এসব কর্মসূচি পালন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের সাতমাথা ও কবি নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ শেষে আবার সাতমাথা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে যায়।
এসব কর্মসূচিতে জেলার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, কাউন্সিলর আবু সেখ বোল্লাসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া অতিথিরা ঝাড়ু হাতে সড়ক পরিস্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় পৌরসভার পক্ষ থেকে কর্মসূচি বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব অতিথিরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমবিএইচ/পিসি