ঢাকা: বাংলাদেশ অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক আরেফিন আবেদীন খান রাজন হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় বাংলাদেশ অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতি।
শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এ মানববন্ধনে অংশ নিয়ে তাদের নেতা আরেফিন আবেদীন খান রাজন হত্যাকারীর ফাঁসির দাবি জানান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে একটি ফোন পেয়ে পুরান ঢাকার কাপ্তানবাজারের নিজ দোকান থেকে আরেফিন আবেদীন খান রাজন (২৮) বেরিয়ে যান।
পরদিন বুধবার (১৪ অক্টোবর) সকালে কেরাণীগঞ্জের একটি ডোবা থেকে আরেফিনের কাদামাখা মরদেহ উদ্ধার করা হয়।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজিমপুর কবরস্থানে তাকে দাফন করেন স্বজনরা।
ঘরে-বাইরে ‘বন্ধু বৎসল’ হিসেবে পরিচিত এ তরুণকে কারা কেন খুন করেছে, কেউ জানে না। ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো কারণ খুঁজে পায়নি এ হত্যার। কাউকে গ্রেফতারও করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসইউজে/এএ