আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৪০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটক দু’জন হলেন-আহম্মদ আলী (২৫) ও জসিম মিয়া (৩০)।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় ওই দু’জনকে আটক করা হয়।
আটক আহম্মদ আলী উপজেলার মনিয়ন্ধ গ্রামের জহিরুল হকের ছেলে ও জসিম মিয়া একই গ্রামের গফুর মিয়ার ছেলে।
উপজেলার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম বাংলানিউজকে জানান, সকালে রিকশা যোগে ফেনসিডিল নিয়ে যাওয়ার পথে ধরখার বাসস্ট্যান্ডে এলাকায় ওই দুই যুবককে আটক করা হয়।
আটক দু’জনকে আদালতে হাজির করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, রোববার (২৫ অক্টোবর) রাতে এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মনিয়ন্ধ গ্রাম থেকে আধা কেজি গাঁজা ও ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা বেগম (৩৬) এবং পৌর শহরের রাধানগর গ্রাম থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া আক্তার (২০) নামে দুই নারীকে আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
টিআই