ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
গাজীপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোড়া এলাকায় একটি আম গাছ থেকে নূরে আলম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নূরে আলম ভোড়া এলাকার মইজ উদ্দনিরে ছেলে।

জয়দবেপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোর ৬টার দিকে সিটি করপোরেশনের ভোড়া এলাকায় বাড়ির পাশের একটি আম গাছে গলায় ফাঁস লাগানো নূরে আলমের মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা অক্টোবর ২৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।